কার্টুনিস্ট কিশোরকে শারীরিক নির্যাতনের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ

ঢাকার র‌্যাব-৩ কার্টুনিস্ট কিশোরকে তাদের হেফাজতে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ করেছেন কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড শুনানিতে এই অভিযোগ করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি অভিযোগে বলেন, ‘২০২০ সালের ৫ মে র‌্যাব-৩ কিশোরকে তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এই শারীরিক নির্যাতনের কারণে তার দুই কানে আঘাত পায় ও তার বাম পায়ে আঘাত করার কারণে সে কারও সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। এরকম ঘটনা ২০১৩ সালের হেফাজত ও নির্যাতন আইনের লঙ্ঘন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মামলায় তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরেও কিভাবে একটি মামলার আসামিকে রিমান্ডের আবেদন করেন, সেটা আমার বোধগম্য নয় বরং আমরা তাকে হেফাজতে নিয়ে নির্যাতনের ঘটনায় তার প্রতিকার চেয়ে আদালতে অভিযোগ করবো।’

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার বিরুদ্ধে করা তিন দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।