নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৩ সদস্য রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজিবি) অপারেশন শাখার প্রধানসহ গ্রেফতার তিন সদস্যের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেফতার আসামিরা হলো— মাইনুল ইসলাম ওরফে মাহিন ওরফে মিঠু ওরফে হাসান (৪২), শেখ সোহান সাদ ওরফে বারা আব্দুল্লাহ (২৫) ও মুরাদ হোসেন কবির (৪৩)।

শুক্রবার (৫ মার্চ)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু  সুফিয়ান নোমানের আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি চাপাতি, দু’টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং (লোহার বল), একটি স্কচটেপ, ৫ লিটার এসিড, তিনটি আইডি কার্ড, একটি  উগ্রবাদী বার্তা সংবলিত পুস্তক উদ্ধার করা হয়।