ধর্ষণ মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

সারাদেশের সকল আদালত/ট্রাইব্যুনালে বিগত ৫ বছরের দায়ের হওয়া ধর্ষণ মামলার সংখ্যা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার (৬ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে সারাদেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের কাছে এ তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক রিট মামলায় গত ২১ অক্টোবর হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন। আদেশে ধর্ষণের ঘটনায় বিগত ৫ বছরে সারাদেশে কতগুলো মামলা হয়েছে, তার তথ্য চার মাসের মধ্যে বিবাদীদেরকে জানাতে বলা হয়েছে। এ অবস্থায় গত ২১ অক্টোবরের আদেশের আগের ৫ বছরে সারাদেশের সংশ্লিষ্ট আদালত/ট্রাইব্যুনালে দায়েরকৃত ধর্ষণ সম্পর্কিত মামলার সংখ্যা এ চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, হাইকোর্টের একই মামলার নির্দেশনা অনুসারে গত ৩ মার্চ পুলিশ মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম স্বাক্ষরিত একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

প্রতিবেদনটিতে বিগত ৫ বছরে সারাদেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে তথ্য দেওয়া হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, সারাদেশে ২০১৬ সালে ৪ হাজার ৩৩১টি, ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি, ২০১৮ সালে ৪ হাজার ৬৯৫টি, ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি ও ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬ হাজার ২২০টি মামলা ধর্ষণের অভিযোগে দায়ের করা হয়েছে।