হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী আটক?

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ মিলছে না। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে বের হওয়ার পর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন হেফাজতের একাধিক নেতা।

হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন মাওলানা ইসলামাবাদী। আমরা আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। থানায় জিডি করারও চিন্তা করছি। সারা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা তার কোনও সন্ধান পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ যোগাযোগ রাখছেন।’

“মামুনুলের ‘তৃতীয় স্ত্রী’র ভাইয়ের জিডি”

হেফাজতের আরেক নেতা জানান, রবিবার হেফাজতের মিটিংয়ের ইলিয়াস হামিদী নামে একজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে গাড়ি থামিয়ে।

আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই ফায়জুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাইকে কাল সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। মুরুব্বিরা সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী করণীয় কী করতে হবে।’

“এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের”

পরে সোমবার দুপুরে ফায়জুল হক বাংলা ট্রিবিউনকে ফোন করে বলেন, ‘আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল র‌্যাবের সদস্যরা হাটহাজারী থেকে ভাইকে নিয়েছিলেন। এখন তিনি ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।’

তবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। কারও সঙ্গে এ বিষয়ে কথা হয়নি।’

এদিকে, হেফাজতের একাধিক নেতা জানান, সারাদেশে নেতাদের গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন আটক হয়েছে বলে দাবি করেছেন এক নেতা।