জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা

যারা জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদের বিষয়ে নজরদারি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযান পরিচালনা শুরু করেন। সঙ্গে রয়েছেন র‌্যাব-৩ এর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া অনেককে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শাহবাগে অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘জনগণ এখনও সচেতন হচ্ছে না। আমরা সচেতন করানোর চেষ্টা করছি। করোনাকালীন সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনায় লকডাউন চলছে। এটি বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। এখন পর্যন্ত অনেককেই জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারায় ১৫ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ বিবেচনায় নানা জনের ভ্ন্নি ভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।’

র‌্যা-৩ এর সহকারী পরিচালক এএসপি খায়রুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। র‌্যাব সবসময় অপরাধ দমনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। জনগণের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের আমরা সচেতন করার চেষ্টা করছি।’