X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ১৫:৩৪আপডেট : ০৫ মে ২০২৪, ১৫:৩৬

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক শাহা আলমের রিকশায় দুজন যাত্রী ওঠে গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে। পথে চালককে অজ্ঞান করে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে শাহা আলামকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল শাহ আলমেরর মৃত্যু হয়। মূলত চালকে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা। চক্রটি গত ৯ মাসে শতাধিক রিকশা চুরি করেছে।  

রবিবার (৫ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম। এর আগে শনিবার (৪ মে) মুগদা মানিক নগর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা-পুলিশ।

উদ্ধার রিকশা

গ্রেফতার ব্যক্তিরা হলো– ছিনতাই চক্রের ‘মূল হোতা’ মো. শরীফুল ইসলাম (৩২), তার অন্যতম সহযোগী চান্দু (৪০) এবং ‘চোরাই রিকশা কেনা বাঁচার’ সঙ্গে জড়িত ফুল মিয়া (৫৯) ও মো. আল আমিন (৩৮)।

উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই চক্রের মূল হোতা শরীফুল ইসলাম। সে পেশায় কাভার্ডভ্যান চালক। ৯ মাস আগে সে তার কাভার্ডভ্যান বিক্রি করে দেয়। এতে সে বেকার হয়ে যায়। এরপর একজনের মাধ্যমে রিকশা চুরি শেখে। শরীফুলের চক্রে তিন জন রয়েছে। তারা প্রতি সপ্তাহে কমপক্ষে চারটি রিকশা ছিনতাই করতো। এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল চুরির উদ্দেশে শাহা আলমের রিকশায় ওঠে চক্রের দুই সদস্য। পথে শাহা আলমকে অজ্ঞান করে রিকশা নিয়ে পালিয়ে যায় তারা।’

তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। বনশ্রী ও খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শরীফুল ও তার সহযোগী চান্দু ও শাহাবুদ্দিনকে শনাক্ত করা হয়। পরে গ্রেফতার করা হয় তাদের। শরীফুল প্রাথমিকভাবে জানিয়েছে, সে গত ৯ মাসে শতাধিক রিকশা চুরি করেছে। শাহা আলামের রিকশা ছিনতাইয়ের পরেও ছিনতাই করেছে ৯টি রিকশা। এ সব রিকশা ফুল মিয়া ও অপর একটি চক্রের কাছে বিক্রি করতো।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘চোরাই রিকশা কেনার সঙ্গে জড়িত একটি গ্রুপের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একটি গ্রুপকে গ্রেফতারে মিরপুরে আমাদের অভিযান চলছে। গ্রেফতারে চেষ্টা চলছে শরীফুলের পলাতক এক সহযোগীকেও। রিকশা চালকদের প্রতি অনুরোধ থাকবে, যাত্রীদের কাছ থেকে কিছু খাবেন না। তাহলেই আপনাদের গাড়ি লুট হওয়ার সম্ভাবনা থাকে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি