ডিবি কার্যালয়ে মামুনুল হক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হককে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাতে তেজগাঁও থাকা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম।

এর আগে রবিবার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে প্রথমে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। রাত ১১টার দিকে তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে আনা হবে।

মামুনুল হককে ২০২০ সালের মোহাম্মদপুর থানা এলাকার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দেশের আর কোথায় কোথায় মামলা হয়েছে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’