হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময়ে দায়িত্ব পালনরত সোনারগাঁ থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘মো. রফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক নিরস্ত্র, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জে সংযুক্ত (সাবেক অফিসার্স ইনচার্জ, সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ জেলা)-কে তার চাকরি জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ আইনে)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।’’