X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ২৩:০৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ২৩:০৪

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেলটির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রমনা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, মৃত সৌদি প্রবাসী মনির হোসেনের ভাই ইতালি থেকে দেশে ফিরে এসে মামলাটি দায়ের করেন। এরপরই মগবাজারের ‘হোটেল সুইট স্লিপ’-এর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলকে থানায় নেওয়া হয়েছিল। পরে তদন্তের স্বার্থে ও মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। ঘটনার সময় নিহত পরিবারের খাবার সংগ্রহ এবং অন্যান্য দেখভালের দায়িত্বে ছিলেন তিনিই।

ওসি আরও জানান, রফিকুলই বাইরে থেকে খাবার এনে দিয়েছিলেন। আবার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ার পর তিনিই তাদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় তাকে ছাড়াও যেসব হোটেল থেকে খাবার আনা হয়েছিল, সেসব প্রতিষ্ঠানের বাবুর্চি, কর্মচারী এবং নিহতদের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত শনিবার (২৯ জুন) অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাঈম হোসেনকে নিয়ে ঢাকায় আসেন। তারা মগবাজারের হোটেল সুইট স্লিপ-এ উঠেছিলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন রবিবার (৩০ জুন) সকালে তিন জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের পাশের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিন জনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক