রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেলটির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রমনা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, মৃত সৌদি প্রবাসী মনির হোসেনের ভাই ইতালি থেকে দেশে ফিরে এসে মামলাটি দায়ের করেন। এরপরই মগবাজারের ‘হোটেল সুইট স্লিপ’-এর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলকে থানায় নেওয়া হয়েছিল। পরে তদন্তের স্বার্থে ও মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। ঘটনার সময় নিহত পরিবারের খাবার সংগ্রহ এবং অন্যান্য দেখভালের দায়িত্বে ছিলেন তিনিই।
ওসি আরও জানান, রফিকুলই বাইরে থেকে খাবার এনে দিয়েছিলেন। আবার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ার পর তিনিই তাদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় তাকে ছাড়াও যেসব হোটেল থেকে খাবার আনা হয়েছিল, সেসব প্রতিষ্ঠানের বাবুর্চি, কর্মচারী এবং নিহতদের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত শনিবার (২৯ জুন) অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাঈম হোসেনকে নিয়ে ঢাকায় আসেন। তারা মগবাজারের হোটেল সুইট স্লিপ-এ উঠেছিলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন রবিবার (৩০ জুন) সকালে তিন জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের পাশের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিন জনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।