৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুডপান্ডাকে আইনি নোটিশ

অর্ডার নিয়ে খাবার সরবরাহ না করায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফুডপান্ডাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গুলশানস্থ ফুডপান্ডার কান্ট্রি ডিরেক্টরকে এই নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মে) আইনজীবী মুহাম্মাদ নোটিশ প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন। গ্রাহক ইকরাম হোসেনের পক্ষে এ নোটিশ প্রেরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, গত ১৪ মে রাত ৮টা ৪০ মিনিটে বগুড়ার ‘ফুডল্যান্ড’ নামের একটি খাবার দোকান থেকে ফুডপান্ডার মাধ্যমে দুটি চিকেন বার্গার অর্ডার করেন ইকরাম হোসেন। খাবারটি যেই ঠিকানায় সরবরাহ করার কথা বলা হয়, সেটি ‘ফুডল্যান্ড’ থেকে ১০ মিনিটের দূরত্ব। অথচ সেখানে খাবারটি সরবরাহের জন্য ৬০ মিনিট সময় দেখানো হয়। সেইসঙ্গে, খাবারের দাম হিসেবে ২২২ টাকা অর্ডারকারীর ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়।

এতে আর বলা হয়, ‘অর্ডারের তার সন্তান ও ভাতিজা/ভাগ্নের খাবারের অপেক্ষায় ছিল। এক পর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করে তারা রাত সাড়ে দশটার দিকে ঘুমিয়ে পড়ে। ইকরাম হোসেনও অপেক্ষায় থাকতে থাকতে আরও এক ঘণ্টা পর ঘুমিয়ে পড়েন। কিন্তু তখনও খাবার সরবরাহ করা হয়নি। এমনকি পরে আর কোনও যোগাযোগও করেনি ফুডপান্ডা কর্তৃপক্ষ। তাদের এই অবহেলায় ছোট শিশুরা রাতের খাবার থেকে বঞ্চিত হয়েছে।’

তাই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণসহ সময়মতো খাবার সরবরাহ না করার ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।