ডিএনসিসির অভিযানে ২২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বার্জার পেইন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২২টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও  তিন লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ জুন) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই অর্থ জরিমানা করা হয়। ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৩৫ হাজার টাকা, একই অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যামাণ আদালতের ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ৭টি মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদঅরতে ৩টি মামলায় ১ হাজার ৭০০ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের ভ্রাম্যামাণ আদালতে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বার্জার পেইন্টকে ৩ লাখ টাকাসহ মোট ৫টি মামলায় ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে ২২টি মামলায় মোট ৬ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।