পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারীর অবস্থান শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে অভিযান চলছে। দু-একদিনের মধ্যে ছিনতাইকারীর অবস্থান শনাক্তে অভিযান পরিচালনা করে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে মাহাতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের  পাশাপাশি ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছে। দু-একদিনের মধ্যে ভালো খবর পাবো বলে আশা রাখছি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণী এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী।  রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো।

গত ৩০ মে সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণী সিগনালের জ্যামে আটকা পরে পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িটি। এসময় তিনি গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎই এক ছিনতাইকারী মোবাইলটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।