X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

হাওর-বিল ইজারা দেওয়া গ্রামের মানুষের সঙ্গে অবিচার: পরিকল্পনামন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৯

হাওর-বিল ইজারা দেওয়া গ্রামের মানুষের সঙ্গে অবিচার উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুই-তিন স্তরে ইজারা হয়, এক হাজার টাকার বিল পাঁচ হাজার টাকা হয়। সেখান থেকে এক লাখ টাকার মাছ বিক্রি হয়। কিন্তু গ্রামের মানুষ খেতে পারে না। প্রকৃতির দেওয়া একটা মাছ হাতের কাছে, সেখানে নামতেই পারে না তারা। এই যে অবিচারগুলো এগুলোর সমাধান করা উচিত।

রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস (বিএনডব্লিউএ) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

এম এ মান্নান বলেন, ‘পাঠ্যপুস্তকে পড়ানো হয় পানির অপর নাম জীবন, বাস্তবেও তাই। আমরা একে ধাতস্থ করতে পারিনি। কারণ একটাই, অর্থের অভাব। আমার গ্রামের চারপাশে বিল-জলাশয় আছে, আমার ধারণা, সেগুলো খাস, সরকার মালিক। ছোট ছোট মাছ সেখানে বসবাস করে। আগে গ্রামের লোকেরা এটা-সেটা করে খেতো। দরিদ্র মানুষ ছোট ছোট মাছ ধরে খেতো। এটাকে কেন যে ইজারার মধ্যে আনা হলো! সরকার বছরে সামান্য কয়টা টাকা পায়, ইজারা দিয়ে দেয়। ইজারাদার তো সেখানে যায় না, সে ঢাকায় বাস করে।’

প্রধানমন্ত্রীর মধ্যে সংবেদনশীলতা আছে মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমি দেখেছি, আমার প্রধানমন্ত্রীর মধ্যে সংবেদনশীলতা আছে। অবিচার থেকে বেরিয়ে আসার জন্য তিনি চেষ্টা করেন। আমি এটাও বলবো, তিনি একলা পারছেন না এবং পারবেন না। কারণ ঐতিহ্য আছে, ইতিহাস আছে, নানারকম স্বার্থবাদী শক্তি আছে। শেখ হাসিনা অনেক পরিশ্রম করে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সে জন্যই এখন গ্রামে-গঞ্জে হাজার হাজার টিউবওয়েল, কালভার্ট।’

তিনি বলেন, ‘বিগত দেড় দশক ধরে আমরা অনেককিছু অর্জন করেছি। যদিও ব্যক্তিগতভাবে বলবো, আমি উৎফুল্ল, আপ্লুত বা সন্তুষ্ট নই। অনেক ফাঁক-ফোকর আছে এখানে-ওখানে। অন্যায় এখনও আছে অনেক ক্ষেত্রেই। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত অন্যায়-অবিচারগুলো এখনও আছে। বিশেষ করে দারিদ্র্যের মতো একটা অবিচার, এটা গ্রহণযোগ্য নয়।’

আমরা নানা কারণে দারিদ্র্য হঠাতে পারছি না মন্তব্য করে তিনি বলেন, ‘দারিদ্র্যেকে যারা উপভোগ করে সম্পদ হিসেবে, সেই কর্তা ব্যক্তিরা এখন সারা পৃথিবীর নিয়ন্ত্রণে আছে। যেমন- এই যে ওষুধের পেছনে ব্যয় বাড়ছে একটানা। এই ব্যয়ের পেছনে যে বাণিজ্য আছে, এটা সবাই জানে। কিন্তু আমরা ধরতে পারছি না। ধরতে পারলেও নিয়ন্ত্রণে আনতে পারছি না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ায় অস্ত্র বাণিজ্য আছে। এটি একটি ভয়ানক বাণিজ্য। এই বাণিজ্যের জন্য ক্ষেত্র তৈরি করা হয়।’

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশের মানুষই পানি কিনে খায় না, সরাসরি কল থেকে খায়। আমাকেও বিদেশে একজন চিকিৎসক বলেছিলেন কেনা পানি না খেতে, কলের পানি সরাসরি খেতে। খেয়ে অসুস্থ হলে তিনি আমার ফ্রি চিকিৎসা করবেন বলেছিলে। তিনি হেসে বলতেন, অহেতুক পানির ব্যবসায়ীদের সৃষ্টি। সাধারণ নাগরিকরা বোতলের পানি খায় না, যারা অনেক আয় করেন তারা খান।’

তিনি আরও বলেন, ‘হাওরের মাঝে আমার গ্রাম, পানির নিচে থাকে। সেখানে গেলে এখনও পানির বোতল দেওয়া হয়। বিদেশে পানির উৎসকে স্বাস্থ্যসম্মত করতে পেরেছে। আমরা এখনও পারিনি। আমাদের ওয়াসার পানি এখনও নিরাপদ নয়। আমাদের এখানে কাজ করার প্রচুর সুযোগ আছে।’

/এসও/আরকে/
সম্পর্কিত
কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক
এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকট, দুর্ভোগে রায়পুর পৌরবাসী
ওয়াসার পানির তীব্র সংকট, মিলছে না সুরাহা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!