ঝিনাইদহের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মন্ডল শান্তিকে হত্যা মামলার আসামি একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে ২০১০ সালের ৭ জুলাই সদর উপজেলার কাশিমনগরে এক বোমা হামলায় মারাত্মক আহত হন জাকির হোসেন মন্ডল শান্তি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান শান্তি।

ওই ঘটনায় নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ঘটনায় পরে আরও একটি মামলা হয়। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের এই দুই মামলায় ২০১১ সালের ২৪ অক্টোবর নাসির মালিথাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৯ বছরেরও বেশি সময় পলাতক থাকার পর নাসির মালিথা গত ১ ফেব্রুয়ারি ঝিনাইদহ আদালতে আত্মসমর্পণ করে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

অভিযোগ রয়েছে, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে নাসির মালিথা প্রকাশ্যেই চেয়ারম্যান হিসেবে প্রায় ৫ বছর দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে গত ২২ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান নাসির মালিথা। এই জামিন স্থগিত ও নাসির মালিথাকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর সে আবেদনের ওপর শুনানি শেষে আদালত নাসিরকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন।