চাঁদাবাজির অভিযোগে যাত্রাবাড়ী থেকে একজন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চাঁদাবাজির অভিযোগে সেলিম ওরফে মোস্তফা সেলিম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক সোয়েব বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার চাঁদাবাজ। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল ব্যবসায়ীদের কাছে নিজেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল।

তিনি বলেন, গত ২৯ মে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা মিলে হোটেল হলিডের মালিক মো. ইউসুফ রিপনকে ভয় দেখিয়ে টাকা নেয়। পরে আরও টাকা দাবি করলে হোটেল মালিক র‍্যাবের সাহায্য চায়। ঘটনাস্থল হতে নাজমুল হোসেন (৪০) নামের এক চাঁদাবাজকে টাকাসহ গ্রেফতার করে র‍্যাব। ওই সময় সেলিম ওরফে মোস্তফা সেলিম কৌশলে পালিয়ে যায়। পরবর্তী সময় হোটেল মালিক বাদি হয়ে থানায় মামলা করেন।