গুলশানে বেড়াতে এসে ফুফুকে হত্যা: তরুণীর স্বীকারোক্তি

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে নিকিতা আক্তার (৪০) নামে এক নারীকে হত্যার ঘটনায় করা মামলায় তার ভাতিজি জেসমিন আক্তার রূপার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন আসামি জেসমিন আক্তারকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল (১০ জুন) গুলশানের নর্দার কালাচাঁদপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, স্বামীকে নিয়ে ওই নারী গুলশানের নর্দা এলাকায় থাকতেন। অভিযুক্ত জেসমিন আক্তার ফুফুর বাসায় বেড়াতে এসেছে। হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং জেসমিনকে আটক করে। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।