যাত্রাবাড়ীতে চার মাছ ব্যবসায়ীকে জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করার দায়ে চার ব্যবসায়ীকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ জুন) সন্ধ্যায় র‍্যাব-১০ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে পিবিএল কোল্ড স্টোরেজের মালিক আল মামুন হাসানকে নগদ এক লাখ টাকা,  মাছ ব্যবসায়ী মো. শাহ আলকে এক লাখ টাকা,  মাছ ব্যবসায়ী মো. টুটুল ফরাজীকে দুই লাখ ও মাছ ব্যবসায়ী মো. ইলিয়াস বিশ্বাসকে এক লাখ টাকা করে জরিমানা করে আদায় করা হয়।