সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী রিমান্ডে

রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্বামী মিল্লাত মামুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন মিল্লাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রত্ন কান্তি রোয়াজা থানায় ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

র‍্যাবের লিগাল ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব-২ এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ১৫ জুন রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর খাজা সুপার মার্কেটের শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কাউন্টার থেকে মো. মিল্লাত মামুনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত মো. মিল্লাত মামুন ২০১৯ সালে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহানকে (২৭) প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে বিয়ে করেন।