X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৫:২৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:২৭

ঢাকার ব্যবসায়িক মহলে এক আতঙ্কের নাম ইসহাক আলী মনি। করপোরেট পরিচয়ে আত্মপ্রকাশ করে, বড় বড় অফিস ভাড়া নিয়ে, ‘অফিস ডেকোরেশন’ ও ‘প্রতিষ্ঠান চালু’র নামে অনেক ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে কোটি কোটি টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যান এই ‘প্রতারক’।

এই ‘প্রতারক’কে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে প্রতারিত ব্যবসায়ীদের একটি প্ল্যাটফর্ম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন জে এস টেকনোলজির কর্নধার সুমন কবির। তিনি বলেন, ইসহাক আলী মনি একজন চরম প্রতারক। তিনি কখনও করপোরেট হাউজের মালিক, কখনও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, কখনও হাসপাতালের মালিক, আবার কখনও সংবাদপত্রের প্রকাশক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলেন। তিনি অত্যন্ত চটকদার ও বিশ্বাসযোগ্য ভাষায় নিজের পরিচয় তুলে ধরে নানা অজুহাতে মালামাল সংগ্রহ করেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসহাক ‘সিডিএ’ নামে একটি ভুয়া এনজিও এবং লাইফ কেয়ার ডায়গোনস্টিক সেন্টারের  (বাসাবো) নাম ব্যবহার করে বহু ব্যবসায়ী, সরবরাহকারী ও করপোরেট প্রতিষ্ঠানকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। এসি, ফ্রিজ, আসবাব, ইলেকট্রনিক যন্ত্রাংশসহ মূল্যবান সরঞ্জামাদি তিনি বাকিতে গ্রহণ করে দেন একাধিক ব্যাংক চেক। কিন্তু এসব চেক ব্যাংকে জমা দিলে দেখা যায়— তার অ্যাকাউন্টে টাকা নেই। এরপর আর তাকে ফোনে পাওয়া যায় না, নম্বর বন্ধ থাকে। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে হুমকি-ধামকিও দেন।

করপোরেট প্রতিষ্ঠানও বাদ যায়নি

সংবাদ সম্মেলনে সুমন কবির বলেন, আমরা ভেবেছিলাম, শুধু ছোট ব্যবসায়ীরাই প্রতারিত হয়েছেন। কিন্তু পরে জেনেছি, গ্রামীণফোন, অটবি, ফ্রিজ-এসি সরবরাহকারী বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও তার ফাঁদে পড়েছে। তারা সবাই প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা হারিয়েছেন।’

ভুক্তভোগীরা জানান, ইসহাক আলী কখনও নিজেকে কুষ্টিয়া, কখনও পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর বা গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। কিন্তু কোনও স্থায়ী বা নির্ভরযোগ্য ঠিকানা দেন না। ঢাকায় একাধিকবার বড় ফ্ল্যাট ভাড়া নিয়ে তাকে করপোরেট অফিস হিসেবে সাজাতে দেখা গেছে। সেই অফিসগুলোতে ভিজিট করলে দেখা যায়, কিছু দিনের মধ্যেই সব মালামাল গায়েব হয়ে গেছে।

অতীতেও একাধিক গ্রেফতার

প্রতারণার অভিযোগে ইসহাক আলীর বিরুদ্ধে ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে একাধিক মামলায় গ্রেফতার ও কারাবরণ করেছেন। জেল থেকে বেরিয়ে ২০২৪ সালে আবারও শুরু করেন নতুন করে একই কৌশলের প্রতারণা। ভুক্তভোগীদের ভাষায়, এই প্রতারক এতটাই চতুর যে বারবার আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে এসে আবার নতুন পরিচয়ে একই কাজ শুরু করেন।

এর আগে এ বিষয়ে একাধিক জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এনজিও পরিচালনার ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

মামলা ও ক্ষতির হিসাব

ভুক্তভোগীরা জানান, ইসহাকের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। যার বেশিরভাগই ব্যবসায়িক লেনদেনে চেক প্রতারণা, প্রতারণামূলক মাল গ্রহণ ও বিশ্বাসভঙ্গজনিত ফৌজদারি অপরাধ। প্রতিটি মামলায় দাবি করা ক্ষতির পরিমাণ লাখ টাকার ঘরে হলেও সার্বিকভাবে তার প্রতারণার অঙ্ক দাঁড়ায় প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা।

মুখোশ উন্মোচনের আহ্বান

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা চাই, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এই প্রতারকের মুখোশ দেশবাসীর সামনে উন্মোচন হোক। তাকে যেন আর কেউ বিশ্বাস না করে। কেউ যাতে তার ফাঁদে পা না দেন।

তারা আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, এই প্রতারককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমাদের পাওনা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।

ভুক্তভোগীরা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আমরা সাহস পেয়েছি। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বস্ব লুটে নেওয়ার পরও কেউ যখন কথা শোনে না, তখন গণমাধ্যমই একমাত্র আশ্রয়।

তারা আইন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান, যেন ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রতারকের চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়।

 

/জিএম/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
সর্বশেষ খবর
৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট