রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু: দুজনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) আদালতে থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন- বেলুন বিক্রেতা আবু সাঈদ ও তাকে সিলিন্ডার কিনে দেওয়া হালিম মৃধা।

সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা রূপনগর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোকাম্মেল হক পৃথক দুটি ধারায় এই চার্জশিট দাখিল করেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত চার্জশিটটি গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ অক্টোবর বেলা ৩টার দিকে মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ছয় শিশু মারা যায়। নিহত ছয় শিশু হলো- রিয়া মনি (৮), নুপুর (১১), ফারজানা (৭), রিফাত (৮), রমজান (১১) ও রুবেল (১১)।

এই ঘটনায় ওই দিন দিবাগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন করেন।