লকডাউনে দূরপাল্লার যাত্রী পরিবহনের আড়ালে মাদকপাচার

লকডাউনের মধ্যে মাইক্রোবাসে দূরপাল্লার যাত্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বারো আউলিয়া থানার সামনে লকডাউনের জন্য বসানো অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

অভিযানে নেতৃত্ব দেন বারো আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর নজরুল ইসলাম, এসআই হাবিবুর রহমান ও সার্জেন্ট শাহ আলম।

গ্রেফতারকৃতরা হলেন - মোহাম্মদ পাবেল (২৪) ও মোহাম্মদ হৃদয় (২০)। এ সময় তাদের কাছ থেকে ৯৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমতউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, দূরপাল্লার যাত্রী পরিবহনের আড়ালে এই চক্রটি বিশেষ কায়দায় মাদক পরিবহন করে আসছিলো। মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল। মাইক্রোবাসের ভেতরে বিশেষ একটি বক্স তৈরি করে সেখানে ইয়াবাগুলো রেখে রাজধানীসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতো এই চক্রটি।

তিনি বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। করোনার সময়ে হাইওয়ে পুলিশ দূরপাল্লায় বিভিন্ন গন্তব্যে যাওয়া যানবাহনের প্রতি নজরদারি বাড়িয়েছে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।