১৪ জুলাই পর্যন্ত সব আদালত সীমিত পরিসরে চলবে

করোনার প্রাদুর্ভাব কমাতে চলমান লকডাউনের মাঝে আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব আদালত সীমিত পরিসরে চলবে মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (৭ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে সেসব বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার (৭ জুলাই)। তবে চলমান লকডাউনের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করায় কোর্ট প্রশাসনও আদালত পরিচালনার ক্ষেত্রে তাদের বিধি-নিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করলেন।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এমন এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন। পাশাপাশি অধস্তন আদালতের বিচারিক বিষয়েও নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।