X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

‘অর্ধেক পরিবহন’ নিয়ে যত প্রশ্ন

শাহেদ শফিক
১১ আগস্ট ২০২১, ০৯:০০আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৯:০০

আসন যত যাত্রী তত, এই নিয়মে গণপরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। সেইসঙ্গে আছে ‘অর্ধেক যানবাহন’ চালানোর নির্দেশনা। অর্ধেকের হিসাবটা কীভাবে বের করবেন তা ঠিক করবে স্থানীয় প্রশাসন। তবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা। তারা বলেছেন, এক মালিকের দেশব্যাপী কয়টি গাড়ি আছে তা বের করা কঠিন। আবার অর্ধেক বন্ধ থাকলে অনেক শ্রমিকও বেকার বসে থাকবে। অন্যদিকে যার একটি গাড়ি আছে তার কী হবে?

প্রজ্ঞাপনে অনুযায়ী স্থানীয় প্রশাসন মালিক-শ্রমিকের সঙ্গে আলোচনা করে পরিবহনের সংখ্যা ঠিক করবেন, এমনটা বলা হলেও পরিবহন মালিকরা বিষয়টি নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন। তাদের কথা হলো, এ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেবে। বিপুল সংখ্যক পরিবহনের মাঝে কোনগুলো অর্ধেকের মধ্যে পড়বে, আর কোনটার বন্ধ থাকার কথা ছিল সেটা বের করা হবে কী করে? তাছাড়া অর্ধেক পরিবহন চললে তো মানুষ গাদাগাদি করে উঠবে, তাতে সংক্রমণের ঝুঁকিও বাড়বে।

সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার (৯ আগস্ট) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেছেন, ‘সরকারের নির্দেশনা মেনে আগের ভাড়াতেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিকদেরকে এ সংক্রান্ত নির্দেশও দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রজ্ঞাপনে বলা হয়েছে- মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলবে। এখন এক মালিকের কয়টি গাড়ি আছে বা কার কতটি চলছে তা নির্ধারণ করা কঠিন। আবার এতে অনেক শ্রমিক বেকার থাকবে। মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে। এতদিন পর গাড়ি চালু হচ্ছে। যার একটি গাড়ি আছে তার কী হবে? এতে পরিবহন সঙ্কটও দেখা দেবে। যাত্রীর চাপ বাড়বে। সংক্রমণ বাড়বে। এসব বিবেচনা করে সকল গাড়ি চলাচলের সিদ্ধান্ত গ্রহণে সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

রবিবার (৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবহনের যাত্রী, চালক, সহকারী ও টিকিট বিক্রেতাদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রা শুরু ও শেষে যানবাহন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

/এফএ/
সম্পর্কিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
হরতালে যাত্রী সংকটে রাজধানী থেকে ছাড়ছে না দূরপাল্লার গণপরিবহন
‘মেট্রোরেলের বিজ্ঞাপন পুনর্বিন্যাস করা হবে’
সর্বশেষ খবর
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!
এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ, মনোনয়নপত্র বাতিল
এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ, মনোনয়নপত্র বাতিল
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ