অনলাইনে জুয়া: আশুলিয়া থেকে তিনজন গ্রেফতার

অনলাইনে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন‑ মো. কামাল হোসেন, মোহাম্মদ সবুর মোল্লা ও মিজানুর রহমান।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ র‍্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে।

রবিবার (১১ জুলাই) র‍্যাব-৪ এর মিরপুর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক মোজাম্মেল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান‌।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছে। তারা অনলাইন জুয়া সাইটে ইউজার আইডি খুলে বেটিং সাইটের এজেন্টের কাছ থেকে ডলার ও ক্রিপ্টোকারেন্সি কিনে সাইটে ডিপোজিট করে জুয়া খেলে আসছিল। আসামিরা নিজ নিজ বিকাশ নাম্বারে টাকা লেনদেন করত।

মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃত কামাল হোসেন পেশায় বিকাশ এজেন্ট। জুয়ার লেনদেনের টাকা কামাল বিকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের মোবাইল নম্বরে পাঠিয়ে দিতো। গ্রেফতারকৃত অপর দুজনের একজন মুদির ব্যবসায়ী ও আরেকজন ফল ব্যবসায়ী। জুয়ার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব কর্মকর্তারা।