পৌনে তিন কোটি টাকা আত্মসাৎ

মধুমতি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

মধুমতি ব্যাংকের পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আসামিরা হলেন- মধুমতি ব্যাংকের চরফ্যাশন (ভোলা) শাখার ব্যবস্থাপক রেজাউল কবির (৪৬) ও সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ক্যাশ ইন চার্জ সাহাবুদ্দিন (৩২)। রবিবার (১৮ জুলাই) দুদকের উপপরিচালক দেবব্রত মণ্ডল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় বরিশালে এই মামলা দায়ের করেন। 

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মধুমতি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক রেজাউল কবির ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সর্বমোট ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা আত্মসাৎ করেছে। তাকে এই অর্থ আত্মসাতে সহায়তা করেছে সাহাবুদ্দিন। তাদের বিরুদ্ধে  দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।