ভার্চুয়াল আদালতে আরও ৮২৯১ হাজতির কারামুক্তি

সারাদেশের অধস্তন আদালতে তিন কার্যদিবসে ১৩ হাজার ১৭০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে ৮২৯১ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। 

সোমবার (১৯ জুলাই) সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ১৫ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে মোট তিন কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ১৩ হাজার ১৭০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে ৮ হাজার ২৯১ জন হাজতি আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে দেশে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট একলাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশুসহ) জামিন মঞ্জুর করা হয়।