‘লকডাউন’ অমান্যকারী আরও ৫৬৬ জন গ্রেফতার

রাজধানীতে লকডাউন অমাণ্য করে ঘোরাফেরার অভিযোগে ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিবিধি অমাণ্য করায় ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

২৩ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। যার চতুর্থদিন চলছে আজ।