গৃহকর্মী বেশে স্বর্ণালংকারসহ টাকা চুরি: নুপুর রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর রামপুরার একটি বাসায় গৃহকর্মীর ছদ্মবেশ নিয়ে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার নুপুর আক্তারকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এ দিন আসামি নুপুরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত আসামি নুপুরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার (২৪ জুলাই) কুমিল্লা জেলার লাকসাম থানার বাউরতলা এলাকা থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রামপুরার বাসা থেকে চুরি হওয়া সোনার একটি চেইন, একটি চুড়ি, একটি আঙটি ও নগদ পাঁচ হাজার টাকা নুপুরের কাছ থেকে উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম জানান, একটি অনলাইন গ্রুপের মাধ্যমে গত ১৭ জুলাই নুপুরকে ১০ হাজার টাকা বেতনে কাজে নেন রাজধানীর রামপুরার একটি বাসার বাসিন্দারা। এরপর ২৩ জুলাই রামপুরার হাইস্কুল গলির ওই বাসা থেকে সোনার চেইন, চুড়ি, আঙটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় চুরির মামলা হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে ডিবি রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেফতার করে।

মাহবুব আলম বলেন, ‘সংঘবদ্ধ একটি চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এই চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’