ঢাকায় গ্রেফতার বেড়েছে

লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় বুধবার (২৮ জুলাই) ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৬ ও ২৭ জুলাই গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা লকডাউনের প্রথম তিন দিনের চেয়ে বেড়েছে।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মোবাইল কোর্টে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৮৯টি গাড়িকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) লকডাউন অমান্য করে রাজধানীতে অপ্রয়োজনে বের হওয়া ৫৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মোবাইল কোর্টে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। ছাড়াও ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে। গত ২৬ জুলাই গ্রেফতার করা হয় ৫৬৬ জনকে।