লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৫৬৮

লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ২০৬ জনকে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই দেশব্যাপী লকডাউন চলছে। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।