যেসব মামলা হতে পারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা-বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হতে পারে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (৩০ জুলাই) উত্তরার র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকালে উত্তরা র‌্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের জন্য গুলশান থানায় পাঠিয়ে দেওয়া হয় হেলেনা জাহাঙ্গীরকে। র‌্যাবের একটি মাইক্রোবাসে করে তাকে গুলশান থানায় পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার হন হেলেনা জাহাঙ্গীর। এ সময় তার বাসা থেকে উদ্ধার করা হয় মদ, ওয়াকিটকি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইপিটিভি পরিচালনার অবৈধ বিষয়টিও বিটিআরসি ও র‌্যাবের কাছে দৃশ্যমান হয়।

আরও পড়ুন...

হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির কার্যালয়ে র‌্যাবের অভিযান

হেলেনা জাহাঙ্গীর আটক