আইপি টিভিকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা: র‌্যাব

অনলাইনভিত্তিক বিভিন্ন টেলিভিশন- আইপি টেলিভিশনের নামে কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনও ছাড় দেওয়া হবে না বলে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার (৩০ জুলাই ) উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অনলাইন-ভিত্তিক আইপি টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে কোনও ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সম্প্রচার বন্ধ করার এখতিয়ার র‌্যাবের নেই। আইপি টিভি সম্প্রচারের বৈধতা বিষয়ে বিটিআরসি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’

জয়যাত্রা টেলিভিশনে বিটিআরসির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।