হট্টগোলে এজলাস ত্যাগ করেছিলেন পরীমণি মামলার বিচারক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির রিমান্ড আবেদন শুনানিতে এজলাস ত্যাগ করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এজলাসে আইনজীবীদের হট্টগোলের মুখে এজলাস ত্যাগ করেন তিনি।

শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনের রিমান্ড শুনানি শুরুর আগে কে অভিযুক্তের আইনজীবী হবেন এই নিয়ে হট্টগোল শুরু হয়।

এতে ৮টা ৩৫ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে ৮টা ৫৩ মিনিটে তিনি ফিরে এসে শুনানি শুরু করেন।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। রাত আটটার পরে তাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এসময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে।

পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে র‍্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। মঙ্গলবার মিশুক ও জিসানকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরীমনি ও রাজসহ চার জনকে গ্রেফতার করা হয়।