X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

আদালতে অসুস্থ পরীমণি, জেরা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৬:৫৭আপডেট : ২৬ মে ২০২৫, ১৮:২১

আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নায়িকা পরীমণির জেরা হয়নি। জেরা পিছিয়ে আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমণিকে জেরার দিন ধার্য ছিল। এদিন সকাল ১১টা ৫ মিনিটের দিকে আদালতে আসেন পরীমণি। পরে সাড়ে ১১টার দিকে আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টার দিকে তার মামলার শুনানি হবে। এরপর থেকে তখন পর্যন্ত গাড়িতেই বসে ছিলেন পরীমণি। এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা। পরে পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর পরীমণিকে জেরার তারিখ ধার্য করেন। পরে আদালত থেকে চলে যান তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, এদিন পরীমণিকে জেরার দিন ধার্য ছিল। তিনি আদালতে হাজির হন। তবে হঠাৎ অসুস্থতাবোধ করেন। আমরা সময় আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ৯ সেপ্টেম্বর ধার্য করেছেন।

২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি শেষ করেন। মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে বিচার শুরু হয়।

/এনএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে টিটিপির কার্যক্রম চালানোর চেষ্টা, আরও একজন গ্রেফতার
পাবনায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: আবারও ৫ দিনের রিমান্ডে মহিন
সর্বশেষ খবর
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি