১৬ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের সব বেঞ্চ খোলার সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের বিধিনিষেধ শিথিল করা হলে আগামী ১৬ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এছাড়াও বিধিনিষেধ চলাকালে আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের ৮ থেকে ১০টি ডিভিশন ও একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে এবং আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আগস্ট মাসের পর করোনা পরিস্থিতি বিবেচনায় আগাম জামিনের বেঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈঠকে সরকারি বিধিনিষেধ সাপেক্ষে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।