পুলিশের সহায়তায় সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন গৃহবধূ

ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘ চারবছর পর পুলিশের মধ্যস্থতায় শিশু সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন এক গৃহবধূ। এমনকি পরবর্তী সময়ে ওই নারীর কোনও অসম্মান বা অধিকার ক্ষুণ্ণ হলে তার পাশে থাকারও আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌ থেকে জানানো হয়, ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে এক গৃহবধূ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার স্বামী একই জেলার ফুলবাড়িয়া থানার অধিবাসী। তাদের ঘরে তিনবছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী তাকে নানাভাবে নিপীড়ন করতে থাকেন। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রায় চারবছর ধরে তার স্বামী তার ও তার সন্তানের কোনও খোঁজ খবর নেন না। নানাভাবে চেষ্টা করেও স্বামীর বাড়িতে ফিরে যেতে পারেননি। সংসার টিকিয়ে রাখতে তিনি সবধরনের চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই পেরে ওঠেননি। 

ওই গৃহবধূ পুলিশেকে আরও জানান, তিনি কোনও মামলা-মোকদ্দমায় জড়াতে চান না। তিনি চান- স্বামী তাকে সন্তানসহ ফিরিয়ে নিক।

পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে নির্দেশনা দেওয়া হয়। ফুলবাড়িয়ার ওসির উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও মধ্যস্থতায় উক্ত গৃহবধূকে তার স্বামী সসম্মানে বাড়িতে তুলে নিয়েছেন।

গৃহবধূর স্বামীকে জানানো হয়েছে, তার স্ত্রীর কোনও অসম্মান বা অধিকার ক্ষুন্ন করা হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। সেই সঙ্গে ওই গৃহবধূকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাকে আশ্বস্ত করা হয়েছে- তার যে কোনও আইনসম্মত প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে।