মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫৮ জন গ্রেফতার, মিলেছে আইস-হেরোইনও

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইস-হেরোইন-ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে ৪৮৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৯০০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ২২২৫ পিস ইয়াবা ও ১ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।