রাজধানীতে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন মজুমদারকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক বীনা রানী দাস বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এনএসআইয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল রুবেল হোসেন।  অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকি-টকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে এক পর্যায়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে সে। এছাড়া সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে শতাধিক লোকের কাছে থেকে প্রায় ৫০ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে সে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।