কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন মঞ্জুর

রাজধানীর সবুজবাগ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিন, আদালতে চিত্তরঞ্জন দাস তার আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ অক্টোবর ধার্য করেন।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ