এসপি জসিমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ

নড়াইল জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত ভুক্তভোগী নারীর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে নড়াইলের বর্তমান পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ায় তাকে চিকিৎসা দিতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনয়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ভুক্তভোগী নারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবাহ উদ্দিন শরীফ।

পরে মেজবাহ উদ্দিন শরীফ বলেন, নড়াইল জেলার সাবেক এসপি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলকে বলেছেন পুলিশ প্রধানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে।

এর আগে নড়াইলের সাবেক একজন পুলিশ সুপারসহ (এসপি) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এক নারীর ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় গত ৬ জুলাই বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদে ওই নারীর অভিযোগ করেন, তার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি মামলা করেছিলেন। কিন্তু মামলাটি সাজানো বলে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে ওই অ্যাসিড মামলার আসামিরা সংবাদ সম্মেলন করে দাবি করেছে, অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি সাজানো। আর সাবেক এসপিসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই নারী অপপ্রচার চালাচ্ছেন।

পরে জসিম উদ্দিনকে নড়াইল থেকে বদলি করা হয়।