দুই ভবনের মাঝে পড়েছিল ইভানার লাশ

রাজধানীর শাহবাগের পরিবাগে  নয়তলা দুটি ভবনের মাঝ থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার  করা হয়েছে। ইভানা লায়লা চৌধুরী (৩২) নামে ওই গৃহবধূ মিরপুরের স্কলাস্টিকা স্কুলে ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) ইভানার লাশ উদ্ধার করা হয়। তার স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান।

শাহবাগ থানা পুলিশের এসআই আব্বাস তার মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের বরাত দিয়ে এসআই আব্বাস বলেন, ইভানাকে বেলা ১২টা থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। আশপাশের লোকজন দেখতে পান দুই ভবনের মাঝে পড়ে আছেন তিনি।  স্থানীয়রা জাতীয় জরুরি নম্বর ‘৯৯৯’-এ খবর দেয়।  আমরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, ইভানা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিবারের ধারণা তিনি লাফিয়ে পড়ে মারা গেছেন।

ঢাকার বনানীর আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ইভানা লায়লা চৌধুরী। শাহবাগের পরিবাগ হাবিবুল্লাহ রোডস্থ সাকুরা গলির নয়তলা ভবনের ৫ম তলায় স্বামীর বাড়িতে থাকতেন দুই সন্তানে জনীন ইভানা।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।