পৃথক দুই মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন

আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে  বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ও পল্লবী থানার প্রতারণার মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে আরও একটি মামলায় জামিন না হওয়ায় তার মুক্তি মিলছে না।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী তিন মামলায় জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত মাদক ও প্রতারণার মামলায় জামিন মঞ্জুর করেন। অপরদিকে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৭ আগস্ট পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা চার মামলার মধ্যে তিনটি মামলায় তার জামিন হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাত ৮টা থেকে টানা ৪ ঘণ্টা রাজধানীর গুলশান ২-এ হেলেনা জাহাঙ্গীরের  বাসায় অভিযান চালিয়ে তাকে আটক  করে পুলিশ।

এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারু চামড়া, অনেকগুলো চাকু জব্দ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন খুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। জেলা ও উপজেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়োগের জন্য সামাজিক ফেসবুকে বিজ্ঞপ্তি দেন।   এরপর ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দাবি করেন, সংগঠনটির নাম এখনও সেভাবে পরিচিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ এর সদস্য হয়েছেন। এ নিয়ে তীব্র সমালোচনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।  /এমএইচজে/