‌এনআরবি ব্যাংকের পরিচালক বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-ঢাকায় এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৯ ও ২০। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মামলায় এম বদিউজ্জামানের বিরুদ্ধে অবৈধ অর্থের দ্বারা তার নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত মোট এক কোটি ৩ লাখ ১০ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। আর তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে এক কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বদিউজ্জামানের অবৈধ অর্থ তার স্ত্রীর নামে ছিল।

দুদকের একজন কর্মকর্তা জানান, এর আগে বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের সম্পদের হিসাব চাওয়া হয়েছিল। তারা সম্পদ বিবরণী দাখিল করলে তা পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় অর্জিত সম্পদের সঙ্গে আয়ের উৎস না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।