ভুয়া এনআইডি ও জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার ১

রাজধানীর হাজারীবাগ থেকে জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

হাসান মুহাম্মদ মুহতারিম জানান, বুধবার (১৩ অক্টোবর) রাতে হাজারীবাগ থানার আশরাফুল এন্টারপ্রাইজের দোকানে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই দোকান থেকে  জাল সার্টিফিকেট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয় এবং শরিফুলকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘শরিফুলের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার ১৫টি জাল  সনদপত্র, ১৭টি ভুয়া জাতীয় পরিচয়পত্র,  ১টি কম্পিউটার মনিটর, ১টি কালার প্রিন্টার, জাল দলিল তৈরির কাগজ ও কালি উদ্ধার করা হয়।’

তিনি জানান, এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।