আইস ও অস্ত্রসহ আটক দু’জন ৯ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য- আইস এবং অস্ত্রসহ গ্রেফতার দুই জনের পৃথক দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের সাধারণ নিবন্ধন-জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন এবং তার সহযোগী রফিক।

রবিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত মাদক মামলায় ৫ দিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত অস্ত্র মামলায় আসামিদের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। দুই মামলায় মোট ৯ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা এই দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে দুই বিচারক রিমান্ডের আদেশ দেন।

শনিবার (১৬ অক্টোবর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে সাড়ে ৫ কেজি আইসসহ এই দু’জনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত খোকন টেকনাফকেন্দ্রিক আইস ও ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের অন্যতম হোতা। আর রফিক তার সহযোগী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আইসের পাশাপাশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দেশে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ পরিমাণের আইসের চালান, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা।