এফআর টাওয়ারের নকশা জালিয়াতি

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিচার শুরু

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান।  চার আসামিই জামিনে রয়েছেন।

উল্লেখ্য, এফআর টাওয়ারের ১৫তলা অনুমোদন থাকলেও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ লঙ্ঘন করে নকশা জালিয়াতির মাধ্যমে ১৮তলা নির্মাণের অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে ওই বছর ২৯ অক্টোবর পাঁচ জনের বিরুদ্ধে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।