X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গুলশানে রাজউকের ফ্ল্যাট পেলেন ৪৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ০০:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০০:১৩

গুলশানে রাজউকের আওতায় নির্মাণাধীন রূপসা প্রকল্পে অ্যাপার্টমেন্ট পেয়েছেন ৪৩ আবেদনকারী। রাজউকের আওতাধীন বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৯টি পরিত্যক্ত বাড়িতে বহুতল এসব অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে মতিঝিলে রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক লটারির মাধ্যমে তারা এই অ্যাপার্টমেন্ট পান। উন্মুক্ত পদ্ধতিতে আবেদনকারীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৩টি ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদান করা হয়।

গুলশান-১ এর ৩৫ নম্বর সড়কে ৩০ দশমিক ৬৫ কাঠা জমির ওপর ১৫-তলা বিশিষ্ট এসব বহুতল ভবন গড়ে উঠবে। ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৯৯ বা ৩ হাজার ৬৮ বর্গফুটের কম বা বেশি। নূন্যতম ২৫ বছর বয়সী বংলাদেশের নাগরিকরা ২৫ লাখ টাকা জমা দিয়ে চলতি বছরের জানুয়ারিতে এ আবেদন করেন। ১৪ হাজার ৫০০ টাকা স্কয়ারফিট অনুযায়ী তারা এসব ফ্ল্যাটের মূল্য পরিশোধ করবেন।

৯টি ভবনে নির্মিতব্য ৪৮টি ফ্ল্যাটের মধ্যে ৫টি সরকার নিজের জন্য রেখে বাকি ৪৩টির জন্য আবেদন গ্রহণ করে। ৪৩টি ফ্ল্যাটের জন্য ২৯৫ জন আবেদন করেন। যারা ফ্ল্যাট পাননি তারা জামানতের টাকা ফেরত পাবেন।

লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। তিনি বলেন, ‘ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে উন্মুক্ত লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এছাড়াও গুলশান এলাকায় আরও ১৫টি প্লটে ভবন বানানো হবে। পরবর্তী সময়ে সেগুলোর জন্যও আবেদন চাওয়া হবে।’

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মো. হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, রাজউকের এন ডি সি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ, রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরীসহ (অব.) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্ল্যাট প্রত্যাশী আবেদনকারী ও সাংবাদিকরা।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি