রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে আট ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মো. শাহ আলম (২০), মো. পাবেল (১৯), মো. ফারহান (১৯), মো. ইয়াছিন (২৪), মো. হাবিবুল (১৯), মো. সৌরভ মিয়া (২৯), মো. শাকিল (১৯) ও মো. জিহাদুল ইসলাম আকাশ (১৯)।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। একই তারিখে রাতে চকবাজার মডেল থানাধীন হোসেনী দালান রোড এলাকায় অপর একটি অভিযানে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‍্যাব-১০।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।