যাত্রাবাড়ীর দুই প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী ও মাতুয়াইলের দুটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। খাদ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে ২৫০ দক্ষিণ যাত্রাবাড়ীর মেসার্স মামুন ফুড প্রোডাক্টস ও ১ নং মাতুয়াইল যাত্রাবাড়ীর ঢাকা মেট্রো কনজুমার প্রোডাক্টস।

অভিযানে মেসার্স মামুন ফুড প্রোডাক্টসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে গাওয়া ঘি সংরক্ষণ, বিভ্রান্তিকর তথ্যে পণ্যের লেবেল দেওয়া, ট্রেড লাইলেন্স ও বিএসটিআই লাইসেন্স না থাকায় এ জরিমানা হয়।

অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে প্লাস্টিকের ড্রামে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করায় ঢাকা মেট্রো কনজুমার প্রোডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই পণ্য ধ্বংস করা হয়।