আইনজীবী আবদুল বাসেতের মৃত্যুতে নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ‘গরিবের আইনজীবী’ খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় ঢাকার নিম্ন আদালতের সব বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল এ তথ্য জানান। এর আগে বাসেত মজুমদারের মৃত্যুতে হাইকোর্টের কার্যক্রমও স্থগিত করা হয়।

তপন কুমার পাল বলেন, ‘সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে আজ সকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী নিম্ন আদালতের বিচারকদের কাছে আদালতের কার্যক্রম বন্ধ রাখার জন্য আবেদন করে বলেন, ‘আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। তাই আমরা আজ সিদ্ধান্ত মোতাবেক সব আদালত পূর্ণ দিবস মূলতবি রাখার প্রার্থনা করছি।’

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাসেত মজুমদারের প্রতি সম্মান রেখে আদালতের বিচারকরা নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসেত মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

মরহুম এই আইনজীবীর নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।